
আব্দুর রহিম (মোড়লগঞ্জ(বাগেরহাট)শিক্ষানবিশ প্রতিনিধি
আসন্ন ঈদ উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে মোরেলগঞ্জ পানগুছি নদীতে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ট্রলার ও ফেরি পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান চলাকালে ট্রলার শ্রমিকদের কঠোরভাবে সতর্ক করা হয় যাতে তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করেন। উপস্থিত জনতা বাংলাদেশ কোস্টগার্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং একে ঈদ পূর্ব প্রস্তুতির একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে অভিহিত করেছেন। নৌযাত্রীদের দুর্ভোগ লাঘব ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের এই নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।