বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁ ছোট যমুনার ব্রিজের ফাঁকে আটকা এক শিশু উদ্ধার

নওগাঁ ছোট যমুনার ব্রিজের ফাঁকে আটকা এক শিশু উদ্ধার

” কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি নওগাঁ ;-
নওগাঁয় সেতুর নিচে সুড়ঙ্গে আটকা পড়ে নুর মোহাম্মদ (৮) নামের এক শিশু। দীর্ঘ তিন ঘণ্টা আটকে থাকার পর ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ তারিখ)দুপুরে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর পালপাড়া ছোট যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। জানা গেছে, বন্ধুদের সঙ্গে ব্রিজের নিচে কবুতর ধরতে গিয়েছিল নুর মোহাম্মদ। একপর্যায়ে সে একটি সরু সুড়ঙ্গে ঢুকে পড়ে, কিন্তু পায়ের গোড়ালি আটকে যাওয়ায় বের হতে পারেনি। বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এদিকে শিশুটি আটকা পড়ার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ছুটে আসে। মুহূর্তের মধ্যে ব্রিজের নিচে ভিড় জমে যায়। কেউ উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, কেউবা উদ্ধারের জন্য নানা চেষ্টা করছিলেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওপর থেকে দড়ি নামিয়ে ও নিচে মই পাঠিয়ে বিভিন্ন কৌশলে দেড় ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে। নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি বলেন, এটি অত্যন্ত জটিল উদ্ধার অভিযান ছিল। সুড়ঙ্গটি খুব সরু হওয়ায় সরাসরি প্রবেশ করা সম্ভব হয়নি। শিশুটিকে মানসিকভাবে স্বস্তি দিয়ে বিশেষ কৌশলে ধাপে ধাপে বের করা হয়েছে। উদ্ধারের পর নুর মোহাম্মদকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন তার বাবা রিপন হোসেন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ভাইদের কারণে আমার ছেলে বেঁচে ফিরেছে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।’
স্থানীয় বাসিন্দা  বলেন, ‘এখানে প্রায়ই ছেলেমেয়েরা কবুতরের খোঁজে আসে। এত বড় দুর্ঘটনা হবে ভাবিনি। অভিভাবকদের আরও সতর্ক হওয়া উচিত।’বলে তাদেরকে পরামস দেন
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments