
রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতি নিধি
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সকাল ৫ঃ৪০ মিঃ দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম,উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার,সাঃ সম্পাদক রোকসানা আফরোজ সাথী,যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু,সদস্য সচিব আঃ সালাম,কৃষকদলের সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম,যুবদলের সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম দুলু, যুগ্ন আহবায়ক ওবায়দুর রহমান,সদস্য বেলাল হোসেন, হাবিব,বাদশা,আনসারুল,ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, বিএনপির ছাএবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ন আহবায়ক এনামুল হক,কৃষক দল তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা,স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য পলাশ ইসলাম, কৃষকদলের শিমুল,আশরাফুল প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্মরণ করে বলেন, তাঁর এমন ঘোষণা আকস্মিকভাবে হতবিহ্বল জাতিকে উজ্জীবিত এবং পাকিস্তানি বর্বর বাহিনীর নির্মম অত্যাচারে জর্জরিত জনমনে আশার সঞ্চার করেছিল।