
প্রিন্স মন্ডল অলিফ , চিতলমারী(বাগেরহাট)নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিতলমারী উপজেলা শাখার আয়োজনে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫মার্চ) বিকাল ৫টায় উপজেলা সদর এসএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন এর সভাপতিত্বে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য সচিব, সুজন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাগেরহাট-১ আসন বিএনপির সাবেক নমীনি ইঞ্জি: মাসুদ রানা, উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শরিফুল হাসান অপু, উপজেলা যুবদলের সি: যুগ্ম আহবায়ক শেখ আবুল হোসেন জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক মো: হুসাইন বিশ্বাস, উপজেলা কৃষকদল সভাপতি, শেখ শহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশি নাথ বৈরাগী, উপজেলা শ্রমিকদল সভাপতি, মোঃ ইউসুফ আলী শেখ, সাধারণ সম্পাদক মোঃ রাজু খানসহ উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেণী-পেশার ধর্মপ্রাণ সাধারণ মানুষ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান।