
মোঃমোজাম্মেল হোসেন, কাপাসিয়া (গাজীপুর)বিশেষ প্রতিনিধি
একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের নাম “কেন্দুয়াব স্টুডেন্টস এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” ২০০৯ সাল থেকে সংগঠনটির যাত্রা শুরু করে বিভিন্ন সামাজিক ও ইসলামি কাজের সাথে সম্পর্ক স্থাপন করে চলেছে এবং অদ্যবধি এ ধারা অব্যাহত রেখেছে। প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহে রমাদান উপলক্ষে ব্যাপক পরিসরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
গত বুধবার [২৬ মার্চ ২০২৫] গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ২নং ওয়ার্ড কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬’শত রোজাদারদের ইফতার পরিবেশন করানো হয়েছে। ইফতার পূর্ব মুহূর্তে এলাকার অসুস্থ, বয়োবৃদ্ধ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বর্তমানে সংগঠনে ছাত্র-শিক্ষক, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, পুলিশ, সেনাবাহিনী, ইঞ্জিনিয়ার, প্রবাসী ও সাংবাদিক সহ নানা শ্রেনী পেশায় কর্মরত সদস্যরা “কেন্দুয়াব স্টুডেন্টস এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত সদস্যদের সামর্থ্য অনুযায়ী দেওয়া সম্পূর্ণ নিজেদের অনুদানে সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসাইন লিয়ন, টোক ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক শামসুল হক রুকন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর, শ্রমিক দলের সভাপতি হোসেন আলী, সম্পাদক কামাল হোসেন, কৃষক দলের আহবায়ক মোসাদ্দিকুর রহমান মুসা, ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির আকন্দ, সম্পাদক কবির হোসেন, সিনিয়র সহ-সভাপরি আবু কালাম প্রমূখ। এসময় অতিথিরা সংগঠনের সার্বিক মঙ্গলকামনা করেন এবং সংগঠনের সকল ধরনের উন্নয়ন মূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে গেছেন।
এছাড়াও জুলাই অব্যুর্থানে অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠন, ইউনিয়ন ও স্থানীয় সকল শ্রেণির পেশার মানুষ ও স্থানীয়জনেরা উপস্থিত ছিলেন।