
মো: নাজমুল হোসেন জিয়ানগর ,(পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলাধীন ছারছীনা দরবার শরীফের পীর শাহ আবু নছর নেছারউদ্দিন আহম্মদ হোসাইন হুজুর কেবলার নির্দেশে বাংলাদেশ জমইয়তে হিজবুল্লাহ,যুব ও ছাত্র হিজবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বুধবার (৯এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ জমইয়তে হিজবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ড.মাসুম বিল্লাহ এর নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি স্বরূপকাঠী বন্দর জামে মসজিদের সামনে থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা, “ফিলিস্তিন মুক্তি পাক,সন্ত্রাসী ইজরাইল নিপাত যাক”সহ ইসরাইলকে বয়কট করার জন্য বিভিন্ন স্লোগান দেয়। অনেকের হাতে ফিলিস্তিন পতাকা ও বিভিন্ন ধরনের প্রতিবাদ সম্বলিত প্লাকার্ড লেখা সহ গনহত্যা ও বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিভিন্ন বার্তা লেখা দেখতে পাওয়া যায়।
মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনের গাজা রাফায় ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশের যে সকল কোম্পানি ইসরাইলী মালিকানাধীন ও আর্থিকভাবে তাদেরকে সহায়তা করে এমন কোম্পানির পণ্য বয়কট করার জোর দাবি জানানো হয়। মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার, ইসলামের প্রথম কেবলা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে ইসরাইলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধ অবিলম্বে তারা এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর হস্তক্ষেপের আহ্বান জানান।প্রয়োজনে ইসলামী দেশগুলোকে একত্রিত হয়ে জাতিসংঘের মাধ্যমে সন্ত্রাসী ইজরাইল বাহিনীকে তাদের নিশংসতা ও গণহত্যা বন্ধে বাধ্য করাসহ কার্যকরী পদক্ষেপের অনুরোধ জানানো হয়।