বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদী  গণধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নরসিংদী  গণধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর রায়পুরা চর আড়ালিয়ার বাঘাইকান্দি গ্রামে দুই স্কুল ছাত্রী ধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সম্মিলিত সচেতন নাগরিক সমাজ শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। 
নরসিংদী প্রেস ক্লাবের সামনে সকালে  মানব বন্ধন কর্মসূচিতে  সভাপতিত্ব করেন মহিলা পরিষদের আন্দোলন বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার শান্তি।
মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুরা
পূর্ব বাঘাইকান্দি  এস.ই.এস.ডি.পি মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে গণধর্ষণ করা হয় ।  গণধর্ষণের ঘটনাটি এলাকার একটি প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে জেলা প্রশাসকের নির্দেশে রায়পুরা থানায়  দুটি মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা হলেও আজ পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি।
আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আমরা সচেতন নরসিংদীবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা,রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক নরসিংদী  জেলা সম্পাদক হলধর দাস, সম্মিলিত সামাজিক আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ্ খন্দকার ও সামসুল হুদা আনসারি, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন, রায়পুরার মহিলা পরিষদ নেত্রী অধ্যাপক আরেফা ফেরদৌস চন্দনা,  প্রধান শিক্ষক আবু মুসা, বিশিষ্ট নাট্যকার শাহআলম মিয়া, অধ্যাপক মনিরুল ইসলাম, রায়পুরার শিক্ষক সমিতির সম্পাদক সারওয়ার হোসেন, বেলাব উপজেলা মহিলা পরিষদ নেত্রী নাজনীন হক হেনা ও আসপিয়া আক্তার হেনা, রায়পুরার মহিলা পরিষদ নেত্রী লাভলী রানী,সদরের মহিলা পরিষদ নেত্রী জয়শ্রী সাহা ও মারিয়া আক্তার, শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, মো: রুহুল আলম,সুভাষ দত্ত,হাফেজা বেগম,
কলেজ ছাত্রী অদ্রিতা রহমান, কলেজ ছাত্র রায়হান মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা  করেন নরসিংদী সদর উপজেলা শিক্ষক নেতা তপন কুমার আচার্য্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments