
শরিফুল ইসলাম কালিগঞ্জ (সাতক্ষীরা) বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলায় একটি কালভার্ট উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। সোমবার (৭ এপ্রিল) তারিখ বিকাল ৪টায় কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামের হামিদের দোকানের নিকট মেন্দিনগর খালের উপর ১১৫মিটার দৈর্ঘ্যর বক্স কালভার্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পে ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৩৩,১৭,৯৫১টাকা চুক্তিতে পুরাতন সাতক্ষীরা আরিফ এন্টারপ্রাইজ প্রো. মো. আতাউর রহমান প্রকল্পটি হাতে নেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্ল্যাহ আল-রিফাত, কৈখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশিদুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।