
মোঃ নিজাম উদ্দিন হারুন, বামনা বরগুনা নিজস্ব প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরা মেসার্স ইরা ব্রিকস সম্পুর্ন অবৈধভাবে চালাচ্ছেন যার নেই সরকারি অনুমোদন নেই জেলা প্রশাসকের অনুমতি নেই পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র, এমন তথ্য জানিয়েছেন বরগুনা জেলার পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ রাকিব হোসেন তিনি দৈনিক সংবাদ দিগন্ত কে জানান যে, মেসার্স ইরা ব্রিকস কে আমরা কিছুদিন আগে মোবাইল কোর্ট করে জরিমানা সহ বন্ধের নির্দেশ দিয়েছি তারপর যদি ভাটার কার্যক্রম চলমান থাকে তাহলে সেটা সম্পুর্ন অবৈধভাবে চালাচ্ছেন আমরা আবারো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, দৈনিক সংবাদ দিগন্তের অনুসন্ধানে জানা জায় মেসার্স ইরা ব্রিকস বিগত কয়েকবছর ধরে অবৈধভাবে কিছু অসাধু সরকারি কর্মকর্তা দের ম্যানেজ করে চালিয়ে আসছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনে আছে কোন ফসল ফলানোর জমিতে ভাটা নির্মান করা যাবে না, ভাটার ১ কিলোমিটারের মধ্যে কোন স্কুল মাদ্রাসা বাজার ঘনবসতি থাকতে পারবে না, অথচ এই মেসার্স ইরা ব্রিকস এর ১৫ গজের মধ্যে রয়েছে লক্ষ্মীপুরা ত্রিমুখী বাজার, সরকারি আবাসন প্রকল্প, রাজারহাট বাজার, রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়, রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসা লক্ষ্মীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও ঘনবসতি এলাকা, এই বিষয় একাধিক জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ প্রচার করলেও নেয়া হয়নি কোন শাস্তি মুলুক বেবস্থা, স্থানীয় মানুষের সাথে কথা বলে জানাযায় বিগত কয়েকবছর ধরে অবৈধভাবে চালাচ্ছেন ইটের ভাঁটা প্রভাবশালী একটি মহল যাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছি না আমরা কারণ তাদের আছে বিশাল সন্ত্রাসী বাহিনী যার নেতৃত্ব দিচ্ছেন লক্ষ্মীপুরা ৩ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার ইদ্রিস আকন ও তার দলবল, স্থানীয় মানুষ আরো জানান এই ইটের ভাটার আড়ালে চলছে মাদক বানিজ্য নারী কেলেংকারী গত রবিবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় ইদ্রিস মেম্বার এর ৫ জন লোক মাদক সহ পারশ ভর্তি দাউদ খালী ইউনিয়নের দেবত্র গ্রামে স্থানীয় জনতা আটক করে পুলিশকে সংবাদ দেন, সেই সংবাদ ইদ্রিস শুনে শতাধিক লোক নিয়ে স্থানীয় মানুষের উপর হামলা চালিয়ে সন্ত্রাসী স্টাইলে তার ৫ জন লোক মাদক সহ নিয়ে যায়, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও লক্ষ্মীপুরা ত্রিমুখী বাজারের দোকানদার মোঃ খালেক মিয়া,মোঃ মালেক মিয়া,ও বর্তমান লক্ষ্মীপুরা ৩ নং ওয়ার্ড মেম্বার মোস্তাফিজুর রহমান মাসুম, এই বিষয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার পিরোজপুর জেলার পুলিশ সুপার মহোদয় এর সাথে মুঠো ফোনে কথা বললে পুলিশ সুপার পিরোজপুর মহোদয় জানান দাউদ খালী গ্রামের বাসিন্দা পরিচয়ে আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন আমি আইনগত বেবস্থা গ্রহণ করার জন্য ওসি মঠবাড়িয়া থানাকে নির্দেশ দিয়েছি, মঠবাড়িয়া থানার ওসি ডিবি কে ফোন দিলে তিনি জানান বিষয়টি আমাকে স্থানীয় মানুষ ফোন করে জানিয়েছেন আমি ফোর্স পাঠিয়েছিলাম কিন্তু তাঁরা ঘটনা স্থানে পৌছানোর আগে বামনা উপজেলার সাবেক মেম্বার ইদ্রিস আকন শতাধিক লোক নিয়ে স্থানীয় মানুষের উপর হামলা করে মাদক সহ লোক নিয়ে যায়, আমরা ঘটনার সত্যতা পেয়েছি আইনগত বেবস্থা গ্রহণ করা হচ্ছে, দৈনিক সংবাদ দিগন্ত অনুসন্ধানে আরো যেসকল তথ্য পাওয়া যায় মেসার্স ইরা ব্রিকস মানুষের কাছে থেকে কাচা ইটের টাকা বায়না নিয়ে গ্রাহকের ইট না দিয়ে উল্টো তাদের উপর চালানো হয় হামলা মামলা, সেই প্রতারণার ঘটনায় ইরা ব্রিকস এর মালিক মঠবাড়িয়া পিরোজপুর হুমায়ুন কবির এর মামলায় জেল হাজতে ছিলেন বেশ কিছুদিন, এবং সাধারণ মানুষের বাড়িঘর রক্ষা করার জন্য সরকার তৈরি করেছেন বেড়িবাঁধ সেই বেড়িবাঁধ কেটে নষ্ট করে সাধারণ মানুষের চলাচল বেবস্থা বেহাত ঘটাচ্ছে এবং সেই বেড়িবাঁধ এর পাশের সরকারি মাটি কেটে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন এই ইটের ভাঁটার মালিক গণ,এমনকি বেড়িবাঁধ এর দুই পাশে লাগানো ছিল লক্ষ লক্ষ টাকার গাছ সেই গাছের নেই কোন নমুনা এই গাছগুলো কেটে ভাটা মালিকরা লাক্রি হিসাবে ব্যাবহার করছেন বলে স্থানীয় মানুষের অভিযোগ, এই বিষয় রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির খানের সাথে কথা বলে জানাযায় তারা অনেক দিন ধরে এই ভাটার বিরুদ্ধে বেবস্থা গ্রহণ করার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছি পরিবেশ অধিদপ্তর বরাবর ও জেলাপ্রশাসক বরাবর কিন্তু কোন আইনগত বেবস্থা গ্রহণ করেন নাই তারা,এই ইটের ভাটার কারণে আমাদের স্কুলের ছাত্র ছাত্রী ঠিক মতো ক্লাস করতে পারছেন না তাঁরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এরকম বহু অভিযোগে অভিযুক্ত মেসার্স ইরা ব্রিকস অথচ নেই কোন আইনগত বেবস্থা, এখন স্থানীয় মানুষের দাবী অনতিবিলম্বে যদি এই অবৈধ ইটের ভাটার বিরুদ্ধে বেবস্থা গ্রহণ করা না হয় তাহলে যেসকল দপ্তর ভাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সহ আইনের আশ্রয় নেয়া হবে প্রয়োজনে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হবে বলে জানিয়েছেন।