
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে মায়েদের সচেতন করতে পুষ্টি মেলা ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল দশটার সময় উপজেলার খেলনা ইউনিয়ন পরিষদ চত্বরে ওই এলাকার পাঁচ বছরের নিচে ৮০ জন শিশুর মাকে নিয়ে বিভিন্ন স্টলে খাদ্য ও পুষ্টির বিভিন্ন বিষয় সম্পর্কে প্রদর্শনীর মাধ্যমে পুষ্টি মেলা উদ্বোধন করেন খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী।
ওয়ার্ল্ড ভিশন জানায়, উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়ন, ইসবপুর, এবং আড়ানগর ইউনিয়নেও পুষ্টি মেলা ও প্রদর্শনী করা হবে। এতে করে ওই ইউনিয়ন এলাকার শিশুদের মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করা এবং তাদের স্বাস্থ্য পুষ্টি বিষয়ক জ্ঞান সম্পর্কে যাচাই করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন, খেলনা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়ার প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী প্রমুখ।