বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগনালিতাবাড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান জরিমানা, ড্রেজার-সরঞ্জাম জব্দ

নালিতাবাড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান জরিমানা, ড্রেজার-সরঞ্জাম জব্দ

মিঠুন মিয়া, নলিতাবাড়ী(শেরপুর)নিজস্ব প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও বিশেষ টহল অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী চলা এ অভিযানে একাধিক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যন্ত্রপাতি জব্দ ও ধ্বংস করা হয়।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩’ অনুযায়ী পরিচালিত এ অভিযানে অবৈধ বালু পরিবহনের দায়ে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২০টি ড্রেজার মেশিন অপসারণ, ১৮টি বালুর মাচা ধ্বংস এবং অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার স্থাপনও করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। অভিযানকালে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীরা, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ইউএনও ও এসিল্যান্ড অফিসের কর্মকর্তাসহ এলাকাবাসী সহযোগিতা করেন।

অভিযান চালানো হয় উপজেলার গোবিন্দনগর, ছয় আয়নী পাড়া, রাবারড্যাম, চার আনীপাড়া, বালুয়াকান্দা বাজার, শিমুলতলা প্রভৃতি এলাকায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments