বাড়িবাংলাদেশেঢাকা বিভাগআওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যাবস্হার উন্নয়ন করেনি:  খোকন

আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যাবস্হার উন্নয়ন করেনি:  খোকন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন,আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্হার উন্নয়ন  করেনি। শুধু পাশের হার বাড়িয়ে জনগনকে বুঝিয়েছে  শিক্ষার মানোন্নয়ন হয়েছে।কিন্তু বাস্তবে গুনগত মান বাড়েনি।   যে জাতি যত বেশি শিক্ষত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার কোন বিকল্প নেই। কিন্তু বিগত ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয় করণ করা হয়েছে। সার্বজনিন শিক্ষা ব্যাবস্থা করা হয়নি। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় গুলোকে দখল করে নেওয়া হয়েছে।
শনিবার  সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমীতে আয়োজিত বিশ্ববিদ্যালয় পরিক্রামা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় পরিক্রামা এর প্রধান সম্পাদক হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আজাদ, শহীদ আসাদ কলেজিয়েট এন্ড গাল্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হারিজ রিকাবদার, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান, ওয়াল্ড ইউনিভার্সি অব বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক কাজি হাসান রবিন, মাধকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: সামসুল আলম, ইঞ্জিনিয়ার মো: আবেদুর রহমান প্রমূখ।অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রধান করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments