
পাইকগাছা (খুলনা) বিশেষ প্রতিনিধিঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সক্রিয় ছাত্রদলের কর্মীকে হত্যার প্রতিবাদে কপিলমুনি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।গত শনিবার দিবাগত রাত্রে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোসরা ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে।এর প্রতিবাদে কপিলমুনি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম।এ সময় বক্তব্য রাখেন মোঃএনামুল হক,মোঃআলআমিন,মোঃ আঃ রাজ্জাক,ছাত্রনেতা মোঃ হাবিবুর রহমান,অনিক,মাছুম,শাহরিয়ার ও মামুন সহ আরো অনেকে।প্রতিবাদ সমাবেশে বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।পাশাপাশি দ্রুততার সাথে এই হত্যাকান্ডের সাথে জড়িত আওয়ামীলীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।