বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন নান্দাইলের ইউ এন ও

ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন নান্দাইলের ইউ এন ও

মোঃ জহিরুল ইসলাম লিটন, নান্দাইল -ময়মনসিংহ প্রতিনিধি 
বই মানুষের জীবনের  প্রকৃত বন্ধু।জীবনবোধের গভীরতা বাড়ায় বই।অন্ধকার থেকে আলোর পথে আনতে সাহায্য করে এই বই। মানুষের মননশীলতারও উন্নয়ন ঘটায় এই  বই।
স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হাজতীদের জন্য উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তারের পরিকল্পনায় ও উদ্যোগে আজ ২২ এপ্রিল রোজ মঙ্গলবার  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বুক কর্ণার।
এখানে  থাকবে পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফের বিভিন্ন গ্রন্থ, গল্প, উপন্যাস ও  বিভিন্ন মোটিভেশনাল গ্রন্হ যার মাধ্যমে দিশেহারা ব্যক্তি খুজে পাবে আলোর সন্ধ্যান ও অন্ধকারময় জীবন থেকে মুক্তি পেয়ে জীবনকে নতুনভাবে তৈরি করার সুযোগ পাবে।এমনি এক মহৎ পরিকল্পনাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।
আগত হাজতীরা যেনো বই পড়ে তাদের সময়টুকু কাটাতে পারে সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃআনোয়ার হোসেন, বই পড়া আন্দোলনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। এই বুক কর্নারের জন্য বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার পক্ষ থেকে ৫ হাজার টাকা মূল্যের বই উপহার প্রদান করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments