
রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা’ প্রোগ্রামের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২৫ এপ্রিল, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পিআইবির ১নং ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী। সভাপতিত্ব করেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিন এবং উপস্থাপনায় ছিলেন প্রতিবেদক সিফাত তাসনিম।
অনুষ্ঠানে ২৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ২০২২-২৩ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও বই উপহার প্রদান করা হয়।
২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকার করেন সাদি ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন ডেইলি অবজারভারের প্রতিনিধি আরিফ খান এবং তৃতীয় স্থান অর্জনকারী উক্যমং অনুপস্থিত ছিলেন।
২০২১-২২ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আব্দুর রহীম মানিক (১ম), মাহামুদুল হাসান (২য়), ও অমিত কিশোর রাউৎ (৩য়)।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রভাষক ও ডিপ্লোমা প্রোগ্রামের সমন্বয়কারী শুভ কর্মকার। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক পঙ্কজ কর্মকার এবং লেকচারার লাজিনা আক্তার জ্যাসলিন।
সভাপতির বক্তব্যে মনিরা শরমিন সাংবাদিকতার নানা দিক আলোচনা করেন। সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।