বাড়িসিলেট বিভাগসিলেট জেলাগোয়াইনঘাটে ছাতারগ্রামকে শতভাগ খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা

গোয়াইনঘাটে ছাতারগ্রামকে শতভাগ খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা

আব্দুস শুক্কুর, গোয়াইনঘাট (সিলেট) ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছাতারগ্রামকে শতভাগ খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে ছাতার গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির সহযোগিতায় এবং পরগনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দেড় শতাধিক পরিবারের নারী-পুরুষের উপস্থিতিতে খোলা পায়খানা বিষয়ে ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরেন অতিথিবৃন্দ।
এসময় ছাতারগ্রামকে শতভাগ খোলা পায়খানা
মুক্ত ঘোষণা করেন স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া।
ছাতারগ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও পরগনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে ও পরগনা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. ইউনুছ আলী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও শিক্ষক নূরুল হুদা,
ওয়ার্ল্ডভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া, সদর ইউনিয়নের ইউপি সদস্য সোনা মিয়া, মহিলা ইউপি সদস্য আলিফজান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সম্মত পায়খানা তৈরি করে খোলা জায়গায় মলত্যাগের অভ্যেস বন্ধ করতে হবে।মৌলিক স্বাস্থ্যবিধির অন্যততম বিষয় সাবান, পানিসহ হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে।
আলোচনা সভা শেষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে প্রায় ১৫০ জনকে হাত ধোওয়ার সাবান,  হ্যান্ডওয়াশ, ওয়াশিং পাউডার এবং টুইথপেস্ট বিতরণ করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments