বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাবাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক বরগুনা জেলা কমিটি অনুমোদন 

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক বরগুনা জেলা কমিটি অনুমোদন 

এস এম নাসির মাহমুদ ,আমতলী (বরগুনা) প্রতিনিধি  
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের বরগুনা  জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম রেজা বাবু ও সাধারণ সম্পাদক শীপন বকাউল স্বাক্ষরিত মো, রাহাত ফকির কে আহবায়ক ও মো বাদল হাওলাদরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো. ছগীর হাওলাদার, মো. ছাইদুল বয়াতী, কালজ মৃধা, নাদিম মাহমুদ, ফয়সাল গাজী,রুবেল সজল মৃধা, যুগ্ম সচিব মো. সোহেল, বেল্লাল, বায়েজীদ, সোহেল মোল্লা, রাজু আহমেদ, সদস্য মো. মিরাজ, রাশেদ, বায়েজিদ, সাইফুল, মোস্তফা, মুছা, এমাদুল, ছালাম।
এই কমিটি আগামী ৫ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে বলে প্রেসে উল্লেখ রয়েছে।
নবাগত কমিটির আহ্বায়ক মো. রাহাত ফকির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী
মোটর চাল দল কে শক্তিশালী করে তুলবো। এবং আগামী সরকার গঠনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে প্রধানমন্ত্রী নির্বাচিত করার লক্ষ্যে কাজ করবো,ইশআল্লাহ। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments