
সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান (৩১) নামের মাদরাসা সুপারকে পাওয়া গেছে। শনিবার (৭ মে) বেলা ২টার দিকে সিলেট নগরীর সুবহানীঘাট মসজিদে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আজিজুর রহমানের ছোট ভাই সাইদুর রহমান।
শুক্রবার (৬ মে) রাত ৮টায় বাড়ি থেকে বের হয়ে আজিজুর রহমান তার নানা বাড়ির উদ্দেশ্যে বেরুনোর পর নিখোঁজ হন। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের রামধানা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে ও স্থানীয় অলংকারি-পৌদনাপুর হাফিজিয়া দাখিল (মাধ্যমিক) মাদরাসার সুপার (প্রধান শিক্ষক)।
এছাড়াও তিনি দেশী-বিদেশী একাধিক সামাজিক সংগঠনের সক্রিয় দায়িত্বশীল হিসেবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শেষে ওইদিন মধ্যরাতে তার বড় ভাই মো. মুহিবুর রহমান বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।