
ধর্মপাশায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মেউহারি গ্রামের সামনের সড়কের মোড়ে
মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে বছির মিয়া (৫৫)নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ওই ইউনিয়নের হলিদাকান্দা গ্রামে।
এলাকাবাসী ও প্রত্যক্ষতর্শী সূত্রে জানা গেছে, ওই চালক গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হন। সকাল ১১টার দিকে অটোরিকশায় করে তিনি ধর্মপাশা পূর্ব বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার মেউহারি গ্রামের সামনের সড়কে যান। ওইদিন দুপুর ১২টার দিকে যাত্রী ছাড়া অটোরিকশাটি নিয়ে ফেরার পথে মেউহারী সড়কের মোড়ে এলে তার অটোরিকশাটি সড়কের গর্তে পড়ে গিয়ে উল্টে যায়। এ সময় ওই চালক সড়কের নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাৎক্ষনিকভাবে তাঁকে সেখান থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু এই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।