বাড়িঅন্যান্যবঙ্গবন্ধু হত্যার পর অন্ধকার কাটাতে উদিত নক্ষত্রের নাম শেখ হাসিনা’ এমপি মানিক

বঙ্গবন্ধু হত্যার পর অন্ধকার কাটাতে উদিত নক্ষত্রের নাম শেখ হাসিনা’ এমপি মানিক

ছাতকে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, স্বাধীনতার স্তপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যায়। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের সেই আঁধার কাটাতে আলোর দিশারী হিসেবে উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদিত হন শেখ হাসিনা।

তিনি বলেন, এই নক্ষত্রের আলোয় সারা দেশ আলোকিত করতে এবং উন্নয়ণের ধারা অব্যাহত রাখতে জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীর কোনো বিকল্প নেই।

বুধবার (২৮-সেপ্টেম্বর) বিকেলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় মড়ল কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ।

ছাতক পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সদস্য, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়ার পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল- তানভীর আশরাফী চৌধুরী বাবু, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী (দোয়ারাবাজার) আব্দুল খালিক, ছাতক পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক তাপস চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা রফিকুল ইসলাম কিরণ, জেলা পরিষদ সদস্য প্রার্থী (ছাতক) হাজী সায়েদ মিয়া ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আলহাজ্ব সুন্দর আলী, আব্দুল হামিদ, বিল্লাল আহমদ, ইজ্জত আলী, আবু বক্কর, আব্দুল হক, অদুদ আলম, সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া,আফজাল আবেদীন আবুল প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments