
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় পার্টির (জাপা) নেতা শাফিকুল ইসলামকে (৪৫) কুপিয়ে বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত শাফিকুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি উপজেলার তুষখালী গ্রামে। তিনি তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক।
পুলিশ, চিকিৎসক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাফিকুল ইসলামের একটি মামলার হাজিরা ছিল। এ জন্য মোটরসাইকেলে বাড়ি থেকে আদালতে যাচ্ছিলেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়া-তুষখালী সড়কের মাঝেরপুল এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি মাহেন্দ্র থেকে নেমে তাঁর মোটরসাইকেলের গতি রোধ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন এবং বাঁ পায়ের গোড়ালি কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফেরদৌস ইসলাম বলেন, শাফিকুলের বাঁ পায়ের গোড়ালি ধারালো অস্ত্রের কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর পেটসহ বিভিন্ন স্থানে জখম রয়েছে। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাফিকুল ইসলামের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক জুলফিকার আমিন বলেন, শাফিকুলের সঙ্গে এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তির মামলা ও বিরোধ আছে। এর জেরে প্রতিপক্ষ ব্যক্তিরা ভাড়াটে লোক দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছেন।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আদালতে যাওয়ার পথে শাফিকুলকে তিন থেকে চারজন ব্যক্তি কুপিয়ে জখম করেছেন। পূর্বশত্রুতার জেরে এ হামলা হতে পারে। এ ঘটনায় মামলা হবে।