
ছাতকে পরকীয়ার জেরে খালেদ নুর (৩২) নামের এক প্রবাসী খুন হয়েছে৷ নিহত খালেদ নুর উত্তর কুর্শি গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে মঙ্গলবার (৪- অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর স্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী খালেদ নুরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। দুই মাস আগে সে দেশে এসে সে নিয়মিত মোশাহিদ আলীর স্ত্রী সঙ্গে যোগাযোগ করতো। এ ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় মোশাহিদ আলীর ছেলে হাসান আহমেদ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাতের মাধ্যমে হত্যা করে গ্রামের মসজিদের পাশের একটি ঝোপে লাশ ফেলে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
জাউয়াবাজার ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ হাসান আহমেদ (২২) কে আটকের পর সে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ছাতক থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ লাশ উদ্ধার করা হয়েছে৷ এঘটনায় একজনকে আটক করা হয়েছে৷