বাড়িঅন্যান্যফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি বাড়ি ভস্মীভূত অর্ধ কোটি টাকার ক্ষতি

ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি বাড়ি ভস্মীভূত অর্ধ কোটি টাকার ক্ষতি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে ৫টি পরিবারের বসত ঘর।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, সাবেক ইউপি মেম্বার ইনসান আলী, এনাম মিয়া, মৃত আব্দুল মতিন, সমসুল আলীর ঘর পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে সমসুল আলীর ঘর আংশিক পুড়েলেও অন্যদের কিছুও রক্ষা পায়নি।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্তরা জানান অগ্নিকাণ্ডের সোনাদানা টাকা পয়সা আসবাব পত্র সহ সব মিলিয়ে প্রায় ৫০লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিক ভাবে জানা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায় বসত বাড়িগুলোর অস্তিত্ব বলতে শুধু পাকার দেয়ালই কোন রকম টিকে আছে। বাকি সব ছাই হয়ে গেছে।

ঘটনাস্থলে ছুটে আসা উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা। এত ব্যাপক অগ্নিকাণ্ড আমি কম দেখেছি। ক্ষতিগ্রস্তরা পারিবারিক ভাবে আলাদা হলেও ঘরগুলো একই চালের তাই আগুন ছড়িয়েছে সব ঘরে।

টিম লিডার হিসাবে থাকা ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদ হাসান শুভ বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ইনসান আলীর ঘর থেকেই আগুনের সুত্রপাত। তবে সুত্রপাতের নির্দিষ্ট কারন এখনো সনাক্ত করা যায় নি। আমরা বিষয়টি আরো খতিয়ে দেখব। তিনি বলেন ক্ষতিগ্রস্তদের ঘরের কিছুই অবশিষ্ট নেই। আগুনের তাপে কয়েকটা পাকা দেয়ালও ফাটল ধরেছে।এখনে সব মিলিয়ে আনুমানিক প্রায় ৫০লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারনা ৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments