
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম বলেছেন একজন নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় আমাদের দায়িত্বশীল হতে হবে। জন্ম মৃত্যুর নিবন্ধনের সচ্ছতা নিশ্চিত করতে হবে। নাগরিকদের সেবার মান বৃদ্ধি করে সরকারের কল্যানমুখী কাজকে ত্বরান্বিত করে দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে।
গত ৬ অক্টোবর ফেঞ্চুগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা গুলো বলেছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সাংবাদিক মামুনুর রশীদ, সমাজকর্মি জুবেদ আহমেদ চৌধুরী, মাইজগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন রুহেল। উপজেলা তথ্য অফিসার রোবিনা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব সঞ্জয় পাল, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল মুকিত৷ শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা প্রোগ্রামার তারেক মাহমুদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার শফিক উদ্দীন, সমাজকর্মি এবিএম কিবরিয়া ময়নুল, ও সাইফুল ইসলাম মনা প্রমুখ।
সভাশেষে অসুস্হ মাইজগাঁও ইউনিয়নের.চেয়ারম্যান ছুফিয়ানুল করিম চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা।