বাড়িঅন্যান্যসিলেটে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

সিলেটে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

সিলেটে মমতা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী আব্দুল বারিককে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ অক্টোবর) সকালে সিলেট সদর উপজেলার নাজিরের গাঁও গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিন সন্তানের জননী মমতা বেগম নাজিরের গাঁওয়ের আব্দুল বারিকের স্ত্রী ও পার্শ্ববর্তী সোনাতলা গ্রামের তৈমুছ আলীর মেয়ে। আটক স্বামী নাজিরের গাঁওয়ের আব্দুল খালিকের ছেলে।

নিহতের ভাই আলমগীর হোসেন বলেন, তার ভগ্নিপতি বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য মমতাকে মারধর করতেন। ২০১৫ সালে একবার বিষপান করিয়ে হত্যার চেষ্টা করেন। সে সময় সময় থানায় অভিযোগ দিলে বিষয়টি আপস-মীমাংসা করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার রাতের কোনো এক সময়ে তার বোনকে হত্যার পর সিঁড়ির কক্ষে ফেলে রাখা হয়। সকালে আত্মহত্যা করেছে বলে নাটক সাজানো হয়েছে।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments