
নাটোরের গুরুদাসপুরে শরিফ (১১) নামের এক শিশুর গলায় ছুরি ঠেকিয়ে সংসারের আয়ের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গিয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু শরিফ হোসেন জানায়, উপজেলা পৌর সদরের আনন্দনগর গ্রামের মো. বিপ্লব হোসেনের ছেলে সে। গত তিন মাস আগে ধার দেনা করে ২৪ হাজার ৫শ টাকা দিয়ে একটি পুরাতন ব্যাটারিচালিত ভ্যান কিনেছিলেন তার বাবা। তার বাবা বিপ্লব হোসেন ওই ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করতেন। বাবা শারীরিক অসুস্থ থাকায় কয়দিন ধরে সে ভ্যান নিয়ে বের হয়।
সে জানায়, বেলা ১১টার দিকে চাঁচকৈড় বাজারের কাঠ হাটা নামক স্থান থেকে ২ জন অজ্ঞাত ব্যক্তি ভ্যানে উঠে। প্রথমে তারা বলে সোনাবাজু যাবে। আমি তাদের ২ জনকে নিয়ে সোনাবাজু এলাকার রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করি। পরে আরও একজন উঠবে বলে আমাকে মানিকপুর এলাকায় নিয়ে যায়। মানিকপুর গিয়ে প্রায় ১৫ মিনিট দাড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে মোটরসাইকেল নিয়ে একজন আসে। তাকে ভ্যান থেকে নামতে বলে। ভ্যান থেকে নামিয়ে দিয়ে একটি ধারালো ছুরি ঠেকায় তার গলায়। আর বলে চুপচাপ এখানে দাড়িয়ে থাক। তা না হলে গলা কেটে দিব। এই বলে তার ভ্যান নিয়ে চলে যায়। সে ভয়ে ভয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন অটোভ্যান চালককে সব ঘটনা খুলে বললে তারা তাকে থানায় নিয়ে যায়।
শিশুর বাবা বলেন, তিনি হতদরিদ্র মানুষ। এই ভ্যান চালিয়েই তাদেরর সংসার চলে। থানায় এসেছেন অভিযোগ দিতে। এখন তাকে বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে বলতে বলতে কেঁদে ফেললেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।