বাড়িঅন্যান্যমধ্যনগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা, গ্রেপ্তার ১

মধ্যনগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা, গ্রেপ্তার ১

মধ্যনগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা, গ্রেপ্তার ১

নানাভাবে ফুঁসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী (১৫) কে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত রবিবার (৯অক্টোবর) রাতে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা অনিক মিয়া (২৪) কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন। মামলার পর পরই অভিযান চালিয়ে আসামি অনিক মিয়াকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশেরীটি মধ্যনগর উপজেলার প্রত্যন্ত এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। উপজেলার মধ্যনগর বাজারে থাকা বিদ্যা নিকেতন কোচিং সেন্টারে ৬/৭মাস ওই ছাত্রীটি ভর্তি হয়। এক পর্যায়ে উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা ও কোচিং সেন্টারটির শিক্ষক অনিক মিয়ার (২৬) এর সঙ্গে ছাত্রী প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ছাত্রীটিকে নানা ভাবে ফুঁসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে কোচিং সেন্টারটির দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ছাত্রীটিকে একাধিকবার ধর্ষণ করেন শিক্ষক অনিক মিয়া।

সর্বশেষ গত ১১সেপ্টেম্বর পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি হোটেলে নিয়ে গিয়েও তাঁকে ধর্ষণ করেন ওই শিক্ষক। ঘটনাটি জানার পর মেয়েটির পরিবার তাদের মেয়েকে বিয়ে করার জন্য ওই শিক্ষকের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেন। কিন্তু ওই শিক্ষক ছাত্রীটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ও তাকে ধর্ষণ করার বিষয়টি অস্বীকার করেন।

এ অবস্থায় কিশোরীর বাবা বাদী হয়ে গত রবিবার রাত সাড়ে আটটার দিকে শিক্ষককে আসামি করে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পরই মধ্যনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মধ্যনগর বাজার থেকে রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে।

মধ্যনগর থানার ওসি মো.জাহিদুল হক বলেন, এ ঘটনায় রবিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই আসামিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments