বাড়িঅন্যান্যকুলাউড়ায় ইয়াবাসহ চার কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ইয়াবাসহ চার কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১২৭ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে কারবারিদের গ্রেপ্তার করে সোমবার (১০ অক্টোবর) সকালে তাদেরকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ ময়নুল ইসলাম (৩৮), জসিম আহমদ (২৮) ও আল আমিনকে (২৩) গ্রেপ্তার করে।
এ সময় অন্য একটি পৃথক অভিযানে কুলাউড়া পৌরসভার স্কুলচৌমুহনী এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সুবুদ উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত চার কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments