বাড়িঅন্যান্যস্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় স্বামীর ২০ বছরের কারাদণ্ড

স্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় স্বামীর ২০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম খুরশিদ ওরফে খুশ্যা সোবহান। মঙ্গলবার এ আদেশ দেন চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়ার আদালত।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৬ মার্চ নগরের বাকলিয়া বউবাজার এলাকায় স্ত্রী নিলুফা বেগমকে গুলি করে তার স্বামী খুরশিদ। এ ঘটনায় নিলুফা বেগমের মা নূর জাহান বাদী হয়ে চান্দঁগাও থানায় মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৯ সালের ২০ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। আদালত তা গ্রহণ না করে পুনরায় তদন্তের নির্দেশ দেন। ২০০৭ সালের ৫ ডিসেম্বর খুরশিদ প্রকাশ খুশ্যা সোবহান পাগলাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে ২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় স্বামী খুরশিদকে পৃথক ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে দুইটি কারাদণ্ড এক সাথে চলবে। তাই তাকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments