বাড়িঅন্যান্যগোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার

গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে গোলাপগঞ্জ থানা পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে।

বুধবার (১২ অক্টোবর) মধ্য রাতে উপজেলার ফুলসাইন্দ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্য রাতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার ফুলসাইন্দ এলাকা থেকে ডাকাতির সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর এলাকার মৃত ছেনু মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৪০), সিলেট জেলার বালাগঞ্জ থানার নশিওপুর এলাকার মৃত তৈয়ব আলির ছেলে আবুল হোসেস রিপন(৩৪), ওসমানীনগর থানার পশ্চিম তিলাপাড়া এলাকার মহিব উল্লাহ ছেলে নজরুল ইসলাম(৩৩), গোলাপগঞ্জ থানার বুটিরাপাড়া এলাকার মৃত ইসহাক আলির ছেলে মো. হারুন রশিদ (৩২)। পরে সিডিএমএস রেকর্ড যাচাই বাছাই করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি সহ একাধিক মামলা পাওয়া যায়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ডাকাতির প্রস্তুতিকালে চার জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments