বাড়িঅন্যান্যখুলনায় ক্ষতিকর জেলিমিশ্রিত ৯০০ কেজি চিংড়ি জব্দ ১৫ জনকে ১ লাখ...

খুলনায় ক্ষতিকর জেলিমিশ্রিত ৯০০ কেজি চিংড়ি জব্দ ১৫ জনকে ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা

খুলনায় ্যাব এর সদস্যরা অভিযান চালিয়ে ক্ষতিকর জেলিমিশ্রিত ৯০০ কেজি চিংড়ি জব্দ করেছে। বুধবার দিবাগত রাতে নগরীর রূপসা মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়ি জব্দ করা হয়। এসময় অভিযুক্ত ১৫ জনকে লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৬ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আনাম বান্না জানান, খুলনা অঞ্চলের চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহসহ বিদেশে রপ্তানি করা হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে। এছাড়া ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষণীয় করছে। তারই ধারাবাহিকতাই গত বুধবার রাতে র‌্যাব-৬, খুলনা সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুলনা মহানগরীর রূপসা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন মৎস্য আড়তগুলোতে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩ ধারায় মেসার্স রাকিব ফিসের ম্যানেজার ইব্রাহিম শেখকে ১ লাখ টাকা, তার কর্মচারী ইমন মোল্লাকে ৫ হাজার টাকা, রবিউল ইসলাম জুয়েল, রাসেল ব্যাপারী, নাজিম সরদার, মো. মিরাজ, মো. আল আমিন ইসলাম, মো. রিপন হাওলাদার, মো. নাজমুল, বাবু হোসেন, মো. হাফিজুর রহমান, রনি মৃধা, মো. আলিফ, হানিফ হাওলাদার ও মোস্তাকিম হাওলাদারসহ প্রত্যেককে ৩ হাজার টাকা করে ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই মৎস্য আড়ত থেকে অপদ্রব্য জেলি পুশকৃত ৯০০ কেজি চিংড়ি জব্দ করা হয়।

তিনি জানান, জব্দকরা অপদ্রব্য পুশকৃত চিংড়ি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। এছাড়া জরিমানার অর্থ তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments