বাড়িবাংলাদেশেলালমনিরহাট অনু্ষ্ঠিত হয়ে গেলো মেয়রকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৩

লালমনিরহাট অনু্ষ্ঠিত হয়ে গেলো মেয়রকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৩

আরিফুল ইসলাম, লালমনিরহাটঃ
ফাইনাল খেলায় সাপটানা একাদশ কাজী কলোনী আদর্শ যুব সংঘ একাদশকে ২ গোলের ব্যবধানে হারিয়ে চুরান্ত বিজয় অর্জন করে বুধবার ২২ মার্চ বিকেলে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১৫ টি  দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। খেলায় সাপটানা একাদশ ও কাজী কলোনী আর্দশ যুব সংঘ একাদশ মুখোমুখি হয়। দুই দলে আক্রমন ও পাল্টা আক্রমন করে খেললে ও প্রথমার্ধে গোল শুন্য ড্র হয়। এরপর দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মাথায় সাপটানা একাদশের পক্ষ্যে হাসান গোল করে তাদের দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। পরে ৫ মিনিটের মধ্যে আরোও একটি গোল করে ২ -০ ব্যাবধানে এগিয়ে থাকে সাপটানা একাদশ। এরপর নির্ধারিত সময়ে  রেফারির ফাইনাল বাঁশি বাজলেও গোল করতে পারেনি কাজী কলনী আদর্শ যুব সংঘ একাদশ। খেলায় পাচ হাজারের অধিক ফুটবল প্রেমিক দর্শনার্থী ছিল। এরমধ্যে নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পরার মত।
এরপর পুরস্কার বিতরনী অনু্ষ্ঠানে উভয় দলের টীম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেয়া হয়। ট্রফি ও মেডেল তুলেন দেন বিশেষে অতথি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন।
লালমনিরহাটে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ বিজয়ী সাপটানা একাদশ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments