বাড়িবাংলাদেশেখুলনা বিভাগতিন দিনের রিমান্ড মঞ্জুর, বেনাপোলে সোনা'সহ আটক মেহেদী।

তিন দিনের রিমান্ড মঞ্জুর, বেনাপোলে সোনা’সহ আটক মেহেদী।

 

,মোঃ জাকির হোসেন, বেনাপোল,শার্শাঃ-

যশোরের বেনাপোল ইমিগ্রেশনে সোনার বারসহ আটক মেহেদী হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। মেহেদী হাসান কুমিল্লার চান্দিনা থানার জোয়াগ গ্রামে বাস করেন।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৯ জানুয়ারি মেহেদী হাসান নামে এক পাসপোর্টধারী যাত্রী স্বর্ণের চালান নিয়ে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস হয়ে ভারতে যাবে বলে জানতে পারে শুল্ক গোয়েন্দা । পরে শুল্ক গোয়েন্দা বিভাগের একটি দল মেহেদী হাসানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ুপথে দুটি স্বর্ণের বার আছে বলে স্বীকার করেন। পরে স্বর্ণের বার দুটো উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩ গ্রাম। এ ঘটনায় আটক মেহেদী হাসানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলায় করে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এ মামলার তদন্তকারীকর্মকর্তা আটক মেহেদীর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল সোমবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments