বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে  কোচ ভাষা শিক্ষা বইয়ের শুভ মোড়ক উন্মোচন

কালিয়াকৈরে  কোচ ভাষা শিক্ষা বইয়ের শুভ মোড়ক উন্মোচন

স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

রবিবার বিকালে উপজেলার নিশ্চিতপুর  হবুয়ার চালা এলাকায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে । প্রথমে কোচভাষা গান দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

বইয়ের  মোড়ক উন্মোচন অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন  সুশিল বর্মন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন    কালিয়াকৈর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুরাদ কবির। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্ন্যাসী  রমেশ কুমার কোচ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সম্পাদক কোচ রুবেল মন্ডল,বিশেষ অতিথি ছিসেবে  উপস্থিত ছিলেন, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাৎ হোসেন এম এ,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,  মইনুল ইসলাম মইন,কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা,সাহিত্যিক রঞ্জনা বিশ্বাস, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি বাবু কোচ রতন,   হরেন্দ বর্মন,পালক জীবন বর্মন,আওয়ামীলীগ নেতা মো: আলমগীর হোসেন,সাংবাদিক সহ আদিবাসীর স্থানীয় নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments