বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগচর ফৈজুদ্দিন দাখিল মাদ্রাসার ২০২৪ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া...

চর ফৈজুদ্দিন দাখিল মাদ্রাসার ২০২৪ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান।।

মনপুরা (ভোলা) প্রতিনিধি ঃ

যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়। কবির এ ভাষাকে বুকে লালন করে মনপুরা উপজেলার চর ফৈজুদ্দিন দাখিল মাদ্রাসার ২০২৪ সালের  বিদায়ী ছাত্র ছাত্রীদের বিদায় উপলক্ষে আজ সকাল ১০.০০ ঘটিকার সময় মাদ্রাসা প্রাঙ্গনে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোঃ আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার মৌলভী বিভাগের প্রধান মৌলভী মোঃ ইসমাইল হোসেন। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন অত্র মাদ্রাসার বিদায়ী ছাত্রী সুমাইয়া বেগম এবং শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন মোঃ শাহাদাত হোসেন।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়ামিন এবং মোঃ রাসেল ইংরেজিতে একটি বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ছাত্র মোঃ আঃ আহাদ,

স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শামসুদ্দিন মোল্লা। তিনি তার বক্তব্যে প্রধান অতিথির কাছে মাদ্রাসার মাঠ ভরাটের জন্য একটি আবেদন করেন। অনুষ্ঠানে সভাপতি করেন করেন মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মোঃ শিহাব উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের মনপুরা উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন মজনু ফরাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মহিউদ্দিন আহমেদ, মনপুরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ওহিদুর রহমান, মোঃ নুরুল আমিন মাদ্রাসার সহকারি সুপার,মাদ্রাসার জমিনদাতা সাইফুল ইসলাম ফরিদ মেলেটারি,  ২ নং হাজির হাট ইউনিয়নের ৭-৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ইয়াসমিন আক্তার, মোঃ জাহাঙ্গীর, মোঃ বশির উল্লাহ মাষ্টার,প্রমুখ ।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন। মেক্সিমাম বক্তারা  মাদ্রাসার একটি মাঠের প্রয়োজনীয়তার কথা প্রধান অতিথির কাছে তুলে ধরেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারী শিক্ষার অগ্রদূত মনপুরা উপজেলা মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ এম মহিউদ্দিন আহমেদ তিনি শিক্ষা সম্পর্কে এবং বাল্য বিবাহ সম্পর্কে সচেতনা মূলক  গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আগামী এক বছরের মধ্যে মাদ্রাসার মাঠ এবং মাদ্রাসার একটি রাস্তা চরফ্যাশন মনপুরার মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয়ের মাধ্যমে করে দেওয়ার আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতি সাহেব তার বক্তব্যে বলেন এ বছর অর্থাৎ ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী মোট ২৭ জন। গত বছর এই মাদ্রাসা থেকে ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪৬ জন কৃতকার্য হন। সর্বশেষ তিনি ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে  অনুষ্ঠেয় অনুষ্ঠানের সমাপ্তির ঘোষনা দেন। এরপর হাফেজ মোঃ জামাল উদ্দিনের দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments