মতিউর রহমান, শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই ঢাকা :
৯ জুন ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে নিখোঁজ হয় শিশু জিসান (৭)।১০ জুন জিসানের বাবা বাদী হয়ে RAB-4 অভিযোগ করে। RAB এর চৌকস দল গোয়েন্দা অভিযান চালায়।
১০ইজুন বিকেল চার ঘটিকার সময় কালামপুর কবরস্থানের পাশে জিসানের লাশ পাওয়া যায়। RAB -4 এর অভিযানে আলামিন (২২)নামে একজন ধরা পড়ে। সে ধামরাই, সাভার, আশুলিয়ার ছেসরা চোর।সে ইয়াবা হিরোইন সহ সকল নেশার সাথে জড়িত। সে RAB -4 স্বীকার করে ঐদিন নেশার টাকা জোগাড় করতে শিশু জিসানকে লজেন্সের লোভ দেখিয়ে অন্যত্র নিয়ে যায়। জিসানের গলার চেনটি নেয়া ছিল তার অন্যতম উদ্দেশ্য।
সে তাকে কালামপুর কবরস্থানের পাশে নিয়ে বলাৎকার করে নৃশংসভাবে হত্যা করে। RAB-4এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত কথাগুলো সে জবানবন্দি দেয়।