বাড়িঅন্যান্যঅবৈধ সম্পদ: সাবেক অডিটরের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ: সাবেক অডিটরের বিরুদ্ধে দুদকের মামলা

৪১ লাখ ২৫ হাজার ৯২১ টাকার অবৈধ সম্পদ অর্জন ৩৯ লাখ ১৫ হাজার ৬৮৮ টাকার সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার দায়ে ফরিদপুর জেলা হিসাব রক্ষণ অফিসের সাবেক অডিটর আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সোমবার ( অক্টোবর) সংস্থাটির উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে দুদক, সজেকা, ফরিদপুরে একটি মামলা দায়ের করেছেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ () ২৭ () ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিন ২০২০ সালের ২৪ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর বরাবরে তার সম্পদ বিবরণী দাখিল করেন। যা দুদকের প্রধান কার্যালয় ফরিদপুরভুক্ত করে যাচাই অনুসন্ধান করা হয়। অনুসন্ধান শেষে আসামির অবৈধ সম্পদ সম্পদের মিথ্যা তথ্য সম্পর্কে জানতে পারে দুদক।

সংস্থাটি জানায় তদন্তকালে ওই মামলার অপরাধের সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments