বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগঅসহায় আব্দুর রহমান কে একবেলা খাবার খাওয়াতে পেরে স্বস্তি ফিরে পেয়েছেন কাউন্সিলর...

অসহায় আব্দুর রহমান কে একবেলা খাবার খাওয়াতে পেরে স্বস্তি ফিরে পেয়েছেন কাউন্সিলর রায়হান মাসুম ।

মোঃ অপু হাসান,লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি।

এই সময় বিভিন্ন অসহায় মানুষ ভিক্ষাবৃত্তি করে দিন কাটায়। আবার কারও পুরো দিনটাই কাটে প্ল্যাটফর্মে বা রাস্তায় ঘুরে ঘুরে, ভালো খাওয়া-দাওয়া তো দূরের কথা কোন রকম খেয়ে বাচা যায় তারও কোন ঠিক নেই।

এমনই দুঃস্থ এক অসহায় ব্যাক্তিকে ভালোমন্দ খাওয়ানোর চেষ্টা করেন জনতার কাউন্সিলর রায়হান মাসুম।

তিনি নিজ ওয়ার্ড ছাড়াও বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে থেকে মানুষ কে সাহায্য করার চেষ্টা করে। ১০ তারিখ শুক্রবার বিভিন্ন জায়গায় অসহায় মানুষের খোজ নিতে বের হলে হটাৎ দেখা হয় এক অসহায় বৃদ্ধের সাথে, পরে তার সাথে কথা বলে জানতে চাইলো তার সমস্যা, সে বললো আজ সারাদিন আমি কিছু খাইনি আমাকে দয়া করে কিছু খেতে দিন, কাউন্সিলর রায়হান মাসুম তাকে জিগ্যেস করলেন আপনি কি খাবেন, সে বললো মাছ,মুরগি, মিষ্টি এবং তার শেষ আবদার ছিল একটা পান কাউন্সিলর রায়হান মাসুম নিজে বসে থেকে তার সব আবদার পুরন করলো এবং কিছুক্ষন কথা বললো, পরে রায়হান মাসুম এর সাথে কথা বললে তিনি বলেন অসম্ভব কষ্ট করে অসহায় মানুষগুলি দিন কাটায় ভালো খাবার কোনদিনই জোটে না।

কিন্তু ওদেরও তো ভালোমন্দ খেতে একটু ইচ্ছে করে। তাই মাজে মধ্যে একটু সামান্য চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার জন্য। পরে যানা যায় অসহায় লোকটির বাসা (ভোলা) চরফ্যাশন দক্ষিণ আইচা বাজারে, লোকটির নাম আব্দুর রহমান।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments