বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাআজ কুমিল্লায় ভিটামিন এ প্লাস (ক্যাপসুল) ক্যাম্পেইন।

আজ কুমিল্লায় ভিটামিন এ প্লাস (ক্যাপসুল) ক্যাম্পেইন।

মোঃ আবু জাফর,কুমিল্লা আদর্শ সদর(কুমিল্লা)শিক্ষানবিশ প্রতিনিধি।

আজ শনিবার (১ জুন) দেশ জুড়ে চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। কুমিল্লা জেলার ৪৯৩২ টি কেন্দ্রে এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ১ লাখ ৮ হাজার ৭৮৪ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশু এবং ৮ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশন ১০৯ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো সিদ্ধান্ত নিয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা জানান, কুমিল্লা নগরীর ৭ হাজার ৮২৫ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশু নীল ক্যাপসুল এবং ৪৭ হাজার ৩৬৬ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

সিটি কর্পোরেশন কর্তৃক ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সহযোগী হিসেবে থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব ও জাগ্রত মানবিকতা। কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দনা রানী দেবনাথ জানান, খালি পেটে কোন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল দেয়া হবে না। ক্যাপসুল খাওয়ানোর পূর্বে অবশ্যই স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হবে।

গত বৃহস্পতিবার এক বিশেষ সভায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আখতার বলেন, “আগামী ১ জুন সরকারি নির্দেশনায় সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কুমিল্লা জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তবে ২ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা খুঁজে খুঁজে বাদ পড়া শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন। এই সময় দায়িত্ব পালন করবেন ৯ হাজার ৮৬৪ জন মাঠকর্মী।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments