বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাআতলীতে শিক্ষক সমিতি( সেলিম ভূঁইয়া ) বশিস এর আহবায়ক কমিটি গঠন।

আতলীতে শিক্ষক সমিতি( সেলিম ভূঁইয়া ) বশিস এর আহবায়ক কমিটি গঠন।

এস এম নাসির মাহমুদ ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: 
বাংলাদেশ শিক্ষক সমিতি ( সেলিম ভূঁইয়া ) বাশিস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হিসেবে ঘটখালী মাধ্যমিক বিদালয়ের সিনিয়র শিক্ষক মো: দেলোয়ার হোসেন ও  আমতলী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মে: রেজাউল করিম কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবয়ক কমিটি গঠন করা হয়  । কমিটির যগ্ম আহবায়ক হিসেবে যথাক্রমে চিলা হাসেম বিশ্বাস মা: বি এর সিনির শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ছোট নীলগঞ্জ মা: বি: এর সিনয়ির শিক্ষক মো: নাসির উদ্দিন  খন্দকার,আমতলী মজিউদ্দিন বালিকা পাইলট মা: বি: এর সিনিয়র শিক্ষক মো: শা্হজাহান কবির, উত্তর সোনা খালী মা: বি: এর সহকরী প্রধান শিক্ষক মো জাহিদুল ইসলাম, আরপাঙ্গাসিয়া মা: বি: এর সহকারী প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান ,চুনা খালী মা: এর সিনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান , কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম ।  যুগ্ম সদস্য সচিব হিসেবে যথাক্রমে আঠারো গাছিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক মো: রুহুল আমিন ,চিলা হসেম বিশ্বস মা: বি: এর সিনিয়র শিক্ষক মো:বেল্লাল হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মা: বি: এর সিনিয়র শিক্ষক মো নুরুল হুদা , এম,ইউ ,বালিকা মা: বি: এর সহকারী শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য বি) মো:  নাসির উদ্দিন , গাজিপুর বন্দর  মা: বি: এর সহকারী শিক্ষক  মোসা: রেসমা বেগম । কমিটি গঠন কল্পে বুধবার বিকেলে জেলা পরিষদ ডাক বাংলো হল রুমে এক ম বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঘটখালী মা: বি: এর প্রানশিক্ষ মো: আবুল কাসেম  ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বাশিসের আহবায়ক মো: আল আমিন ,উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বরগনা জেলা বাশিসের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বাশিসের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বি,এন,পির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জহিরুল ইসলাম মামুন (ভিপি) ,উপজেলা বি,এন,পির যুগ্ম আহবায়ক ও আমতলী প্রেসক্লাবের সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, বরগুনা জেলা বাশিসের সদস্য মো: ফেরদৌস মিয়া  (প্রমুখ)
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments