
এস এম নাসির মাহমুদ, আমতলী(( বরগুনা) প্রতিনিধিঃ
৯ মার্চ আমতলী অনুষ্ঠিতব্য আমতলী পৌরসভা নির্বাচনে
৩ নং ওয়ার্ডের বিশিষ্ট শিল্পপতি মো,জাহিরুল ইসলাম খোকন মৃধা মৃধার ছেলে তরুন সমাজের আইকন মো লিমন মৃধা বিশাল ভোট ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। মো, লিমন মৃধা কাউন্সিলর নির্বাচিত হলে এলাকায় ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা আনন্দ মিছিল সহকারে এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।এজন্য ঈদের খুশির চেয়েও বেশি।
নির্বাচিত তরুণ কাউন্সিলর মো,লিমন মৃধা বলেন, যে আমাকে ষারা ভোট দিয়েছেন।।আর ষারাই ভোট দিতে পারেন নাই সকলের কাউন্সিলর আমি। ইনশাআল্লাহ আমি আপনাদের সুখ দুঃখে পাশে আছি পাশে আছি এবং থাকবো। ৩ নং ওয়ার্ড উন্নয়নের কাজ করবো।