বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাআমতলীতে ঘর উঠানো কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত – ১

আমতলীতে ঘর উঠানো কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত – ১

এস এম নাসির মাহমুদ ।। আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন কাঠ বাজারে ঘর উঠাতে বাঁধা, ও মারধর করার ঘটনা ঘটেছে। ৪ অক্টোবর শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে,স্হানীয় সুএে জানা যায় কাঠ বাজারে ধানখালী নিবাসী জাফর উদ্দিনের একটি কাঠ ব্যবসায়ী ঘর ও ঘরের পজিশন আছে,উক্ত ঘরের পজিশনে জাফরের সাথে যোগাযোগ করে জাফরের আত্মীয় খোকন হাওলাদার ও আমির হোসেন ঘর তুলতে গেলে কতিপয় কাঠ ব্যবসায়ী সজল খান, ,সিদ্দিক খান,রশিদ খানর নেতৃত্বে

খোকন হাওলাদারকে বাধা দেয়, কথার কাটাকাটিতে এক পর্যায় খোকন হাওলাদার কে বেধারক মারধর করে স্হানীয় মো, দুলাল বয়াতি ও খোকন হাওলাদারের ছেলে রায়হান তাকে উদ্ধার করে আমতলী হসপিটালে ভর্তি করে।এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে স্থানীয়ভাবে মীমাংসার কথাও চলছে। আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি,অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments