
আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি এ্যাড. গাজী তৌহিদুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
কলেজের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির ফকির, এ্যাড.জসিম উদ্দিন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মইনুদ্দিন মামুন, আঃ রাজ্জাক,আমিনুল ইসলাম, মো,জামাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জসীম উদ্দিন হাওলাদার,কলেজের সিনিয়র প্রভাষক জয়নুল আবেদীনের স ালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক প্রনব কুমার সরকার, মোঃ মজিবুর রহমান,বশির আহমেদ, সৈয়দ ওয়ালী উল্লাহ, মোঃ কবির হোসেন, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল ও মোঃ রেজাউল কবির বাদল প্রমুখ। পরে কলেজের একাদ্বশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।