
মোঃরুবেল মিয়া,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
আসন্ন মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ শওকত মিয়া বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখা’র সাংবাদিকদের সাথে তার নিজ কার্যালয়ে ২১/০৪/২০২৪ বেলা ১১ টায় এক সৌজন্যে সাক্ষাত করেন।
সাক্ষাতে তিনি তার নির্বাচনী রূপ রেখা তুলে ধরে বলেন, মহান সৃষ্টিকর্তা আমাকে যথেষ্ট ধন সম্পদ দিয়েছেন। আমি মানব কল্যাণে কাজ করতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে আমি এবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। মির্জাপুরের জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আমার সর্বস্ব দিয়ে জনগণের কল্যানে কাজ করে যাব। তিনি আরো বলেন, আমি ছোটবেলা থেকেই মুজিব আদর্শে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুজিব কন্যা, জননেত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে ঘোষণা দিয়েছেন,
আমি নির্বাচিত হলে এই মির্জাপুর উপজেলাকে জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশমতো স্মার্ট মির্জাপুর গঠনে কাজ করব ইনশাল্লাহ। উনি ওনার এই আশা এবং উদ্দেশ্যকে বাস্তবায়নে সমগ্র মির্জাপুর বাসীর দোয়া এবং সমর্থন চান।