
কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বৈষম বিরোধী ছাত্র আন্দোলন , কসবা উপজেলা সাংবাদিক ফোরাম কসবা উপজেলার সাধারণ শিক্ষার্থী ও যুব সমাজের পক্ষ থেকে
মাহে রমজান উপলক্ষে নিত্য পন্য সামগ্রিই ন্যায্য ও বিনা লাভে বিক্রয়ে ঘোষণা করেন চমক বাজার,
আজ থেকে শুরু হয়েছে, উদীয়মান তরুণ ব্যাবসায়ি.. জনাব, তানভীর ইসলাম শাহীন – ও সাংবাদিক মোঃ আশরাফ উজ্জ্বল, মোঃ ওবায়দুল্লাহ সাইদুর রহমান , উদৌক্তা চমক বাজার ।
আজ শনিবার ২৬ শে ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় কসবা সাধারণ ও নিম্ন আয়ের মানুষ দের জন্য যত খুশি তত পন্যসামগ্রিই ক্রয় করার জন্য চমক বাজার দোকান টি পরিবেশন করেন।
উক্ত চমক বাজার দোকান টি পরিদর্শন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব,ছামিউল ইসলাম তিনি বলে. যুব সমাজের এমন অভিনব উদ্যোগ কে স্বাগত জায় তাদের বিনালাভে পন্য সামগ্রি বিক্রয়ের ফলে অবৈধ মজুদ দার দের সিন্ডিকেট বেঙ্গে যাবে,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজার পরিদর্শন করেন কসবা উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ সবুজ খান জয়,
মোঃ আশ্রাফ উজ্জ্বল সাধারণ সম্পাদক কসবা উপজেলা সাংবাদিক ফোরাম
সাংবাদিক মোঃ শাহপরান কসবা উপজেলা সাংবাদিক ফোরাম,
বিশিষ্ট গোলাম জিলানী
মোঃ উবায়দুল্লাহ
সাইদুর রহমান
প্রমোখ।
চমক বাজার দোকান টি কে কেন্দ্র করে
ব্রাহ্মণবাড়িয়া কসবা সল্প আয়ের মানুষ দের জন্য জন্য নিয়ে এলো এক অনাবিল আনন্দের চিত্র সামাজিক ও রাজনৈতিক সকল শ্রেণি পেশার মানুষ
কসবা চমক বাজার দোকান থেকে ১ম দিনে দোকান পরিদর্শন করে পরিবারের চাহিদা অনুযায়ী ক্রয় করছেন
এতে করে সাধারণ মানুষ নন্দিত ও যুবসমাজের এমন ব্যাতিক্রমি উদ্যোগটি যেন বাংলাদেশের প্রতিটি উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে নেওয়া হয় যাতে করে অবৈধ মজুমদার ও সিন্ডিকেট বেঙ্গে যায়