বাড়িবাংলাদেশেখুলনা বিভাগইসকন নেতা চিন্ময় দাসের মুক্তি ও বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে পেট্রাপোলে প্রতিবাদ...

ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তি ও বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে পেট্রাপোলে প্রতিবাদ সমাবেশ : আমদানি-রপ্তানি বন্ধের হুশিয়ারি

মোঃ জাকির হোসেন, বেনাপোল-শার্শা:

বাংলাদেশে হিন্দুদের নির্যাতন এবং ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আজ সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল বাসষ্টান্ড থেকে পশ্চিমে প্রধান সড়কে ‘পেট্রাপোল চলো’ নামে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নানা ঘটনায় দু‘দেশের সীমান্ত এলাকায় বাড়ছে উত্তাপ। জিরো পয়েন্টের কাছে ভারত সীমান্তে জমায়েত করেছেন বহু মানুষ। সেখানে তাঁরা বিক্ষোভ করেন। বাংলাদেশে রফতানির বন্ধের হুঙ্কার দেন শুভেন্দু।
ভারতের ২৪ পরগণা জেলার বনগাঁ মহাকুমা বিজেপির উদ্যোগে পেট্রাপোলে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বনগাঁ মহাকুমা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, বনগাঁ লোকসভা আসনের এমপি শান্তনু ঠাকুর, বনগাঁর ৯৫ এর বিধায়ক অশোক কিত্তোনী, ৯৬ এর বিধায়ক স্বপন মজুমদার, ৯৭ এর বিধায়ক সুক্রত ঠাকুর ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়সহ রাজ্যের সকল এমপি এমএলএ সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে ওপারের একটি সূত্র থেকে জানা গেছে।
জনসভা শেষে বিকাল সাড়ে ৩ টায় শুভেন্দু অধিকারী ও বনগাঁ লোকসভা আসনের এমপি শান্তনু ঠাকুর এবং বনগাঁর বিধায়ক অশোক কিত্তোনীয়ার নেতৃত্বে বাংলাদেশ অভিমুখে একটি প্রতীকী পদযাত্রা বের করে। এসময় মিছিলকারীরা নোম্যান্সল্যান্ড অভিমুখে রওনা দিয়ে ১শ’ গজ আগে মিছিল শেষ করেন। এরপর মিছিলটি ঘুরে সিডবিøউ অর্থ্যাৎ পেট্রাপোল বন্দরে প্রবেশ করেন।
সেখানে এক সংক্ষিপ্ত পথ সভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। না হলে বাংলাদেশে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়া হবে। এমন ঘোষণা দিয়ে ২০ মিনিট আমদানি-রপ্তানি বন্ধ রাখেন তারা।
শুভেন্দু অধিকারী বলেন, এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে, প্রভু মুক্তি না পেলে আমরা ৫ দিন বন্ধ করব। তারপরে আমরা ২০২৫ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু-পেঁয়াজ কী করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। ভারতের পতাকা যারা পদদলিত করেছে, ‘৭১-এর রাজাকারের মতো, যেমন পাকিস্তানে আর্মি চিফ আত্মসমর্পণ করেছিলেন, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। ভারত আজ একটা দেশ নয়, পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র মোদির নেতৃত্বে।
শুভেন্দু অধিকারী আরো বলেন, বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে শনিবার বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসকন ভক্তরা এসে পৌঁছান। কিন্তু সেখানেই আটকে দেওয়া হয় তাদের। বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ ৫৪ জন ইসকন ভক্তকে ভারতে যাওয়ার ক্ষেত্রে ছাড় দেয়নি। শনিবার থেকে সীমান্তে অপেক্ষা করলেও কোনও সুস্পষ্ট কারণ ছাড়াই রবিবার তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। অনুমতি না পাওয়ায় তারা ভারতে আসতে পারেনি। এটা মেনে নেওয়া যায় না।
পেট্রাপোল সমাবেশের ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া জানান, ভারতের হরিদাসপুর পেট্রাপোল একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে শুনেছি। এ সময় দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments