বাড়িঅন্যান্যইয়াবা নিয়ে যাচ্ছিলেন ঢাকায়, ধরা পড়ে ঠাঁই হলো কারাগারে

ইয়াবা নিয়ে যাচ্ছিলেন ঢাকায়, ধরা পড়ে ঠাঁই হলো কারাগারে

ফেনীর লালপুরে দুই হাজার ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুর এলাকায় ওই তরুণকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে ওই তরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওই তরুণের নাম সাইফুল ইসলাম (২৩)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বেতুয়া বাজার এলাকার আবদুস সালামের ছেলে। বিক্রির জন্য দুই হাজার ইয়াবা নিয়ে সাইফুল ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা ইয়াবার বাজারমূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, কক্সবাজার থেকে এক মাদক কারবারি বিপুলসংখ্যক ইয়াবা নিয়ে একটি যাত্রীবাহী বাসে করে ঢাকায় যাচ্ছেন, এমন খবর পেয়ে অধিদপ্তরের লোকজন লালপুর এলাকায় তল্লাশি চালান। পরে যাত্রীবাহী ওই বাসে তল্লাশি করে সাইফুল ইসলামের কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

পরে সাইফুল ইসলামকে ফেনী মডেল থানা–পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।
ফেনী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, মাদক মামলার আসামি মো. সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments