বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাঈদের উপহারস্বরুপ ৯৫০ টি দুস্থ পরিবারে "ওব্যাট" এর খাদ্য সহায়তা।

ঈদের উপহারস্বরুপ ৯৫০ টি দুস্থ পরিবারে “ওব্যাট” এর খাদ্য সহায়তা।

মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী) শিহ্মানবীস প্রতিনিধি। 

আজ মঙ্গলবার সৈয়দপুরে ওব্যাট কানাডার অর্থায়নে প্রান্তিক উন্নয়ন সোসাইটি ৯৫০ জন অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করে।অনুষ্ঠানটি ওব্যাট ব্যাক টু স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

প্রান্তিক উন্নয়ন সোসাইটি সৈয়দপুর শাখার

এরিয়া কো- অর্ডিনেটর জনাব মো: ইরফান আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের সহকারী জজ মো. আসিফ উদ্দিন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম ও সাংবাদিক আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু প্রমুখ ।

অনুষ্ঠানের এক পর্যায় আগত মানুষদের হাতে খাদ্যঝুড়ি তুলে দেন সম্মানিত অতিথিগণ।খাদ্যঝুড়িতে ছিলো পোলাও চাল, গরুর গোস্ত সেমাই, চিনি, পাউডার দুধ, পিয়াজ, ও সয়াবিন তৈল।

ওব্যাট এর এমন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন সম্মানিত অতিথিগণ। খাদ্যঝুড়ি গ্রহন করতে আসা মানুসগুলো ঈদের বিশেষ মুহুর্তে এই সকল খাদ্য উপকরণ পেয়ে আনন্দিত হয়ে উঠেন।অত:পর হাস্যজ্বল চেহারায় তাদেরকে বাসায় ফিরতে দেখা যায়।

প্রান্তিক উন্নয়ন সোসাইটি সৈয়দপুর শাখায় প্রতি বছর এমন কার্যক্রম করে থাকে।ওব্যাট কানাডার অর্থায়নে প্রান্তিক উন্নয়ন সোসাইটি সৈয়দপুরে অন্যান্য দৈনন্দিন ও মাসিক কার্যাবলীও পরিচালনা করছে।অন্যান্য সেবা,প্রকল্প,ও কার্যাবলী সমূহের মধ্যে রয়েছে “ওব্যাট ব্যাক টু স্কুল”। যা ঝরে পড়া শিহ্মার্থীদের নিয়ে কাজ করে।রয়েছে সৈয়দপুরে স্বনামধন্য কোচিং সেন্টার “ওব্যাট টিউটোরিয়াল” রয়েছে ওব্যাট “হেল্থ ক্লিনিক”। নিরাপদ প্রসবের জন্য রয়েছে “নিরাপদ মাতৃত্ব সাস্থ্যসেবা কার্ড”এতিম শিশু ও শিহ্মার্থীদের জন্য “অরফ্যান স্পনসারসীপ কার্ড”।বয়স্ক,নি:সন্তান ও নিঃস্ব মানুষদের জন্য “ফ্যামিলি স্পনসারশীপ” প্রোগ্রাম।নিরাপদ পানি ও স্যানিটেসান প্রকল্প, আইসাইট (চোখের ছানি অপারেশন) প্রোগ্রাম,” শুদ্ধভাবে কোরআন শিহ্মা” ছাড়াও অন্যান্য কার্যক্রম।যা প্রান্তিক উন্নয়ন সোসাইটি কতৃক পরিচালিত।সৈয়দপুর ও পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২৫-৩০ হাজার মানুষ উপকৃত হচ্ছে বলে জানা যায়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments