বাড়িঅন্যান্যউচ্চকক্ষে সখ্যানুপাতিক নির্বাচন হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না -জেএসডি নেতা শহীদ...

উচ্চকক্ষে সখ্যানুপাতিক নির্বাচন হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না -জেএসডি নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

মোজাম্মেল হক হাছান, দাগনভূঞা (ফেনী) নিজস্ব প্রতিনিধি:
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, সংবিধান সংস্কার কমিশন সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের যে প্রস্তাব দিয়েছেন সেটি বাস্তবায়িত হলে উচ্চ কক্ষেও ক্ষমতাসীনদের প্রভাব থাকবে, যা সংসদে ভারসাম্য নিশ্চিত করবে না।

আজ শনিবার (১ ফেব্রুয়ারী ) সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার ডাক বাংলো রোডে জাসদের কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন ৮০’র দশক থেকে জেএসডি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন পর হলেও চলমান সংস্কার প্রস্তাবে সেটি উত্থাপিত হওয়ায় কমিশনকে সাধুবাদ জানাই। কিন্তু অদলীয় শ্রম কর্ম ও পেশার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে সংখ্যানুপাতিক হারে হলে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ বা ক্ষমতাসীনরাই উচ্চকক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। যা সংসদে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে ব্যর্থ হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের সুফল জনগণ পাবে না।

তিনি আরও বলেন, চালের দাম প্রতি কেজিতে আট থেকে দশ টাকা বেড়েছে। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। এসবের কারণে অভূত্থানের সরকারের উপর মানুষের আস্থার সংকট তৈরি হচ্ছে। সংস্কারের পাশাপাশি এসবের প্রতিও নজর দিতে বলেন স্বপন।

দাগনভূঞা উপজেলা জাসদের সভাপতি তাজ উদ্দিন আজাদের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, ফেনী জেলা জেএসডি’র সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু, আলাউদ্দিন, ইয়াছিন বাহার, আনোয়ার হোসেন, দাগনভূঞ পৌরসভা জেএসডি’র সভাপতি এ কে এম জুয়েল, সাধারণ সম্পাদক, সাহাদাত হোসেন সবুজ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয়  সংসদের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments