বাড়িবাংলাদেশেখুলনা বিভাগউদীচী শৈলকুপা শাখার সম্মেলন অনুষ্ঠিত

উদীচী শৈলকুপা শাখার সম্মেলন অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী বিশ্বাস শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে ” শ্লোগানের মধ্যে দিয়ে উদীচী শৈলকুপা শাখার ৭ম শাখা সম্মেলন আনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মিঞা জিন্নাহ আলম কলেজের সাবেক সহকারী অধ্যাপক গৌতম বসু। কবি ননী গোপাল বিশ্বাস এর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য কে এম শরীফুল ইসলাম, সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক স্বপন বাগচী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল রায়, শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা জামান, উদীচী জেলা সংসদের সহ- সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল, কবি মনোয়ার হোসেন মণি, কবি রণক মুহম্মদ রফিক, শৈলবালা সাংস্কৃতিক পরিষদের সভাপতি খোন্দকার ফারুক আহমেদ, লালন পরিষদ এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উত্তরণ প্রি- ক্যাডেট স্কুলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সাংবাদিক আলমগীর অরণ্যকে সভাপতি এবং কবি বায়েজিদ চাষাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শৈলকুপা শাখা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কবি ননীগোপাল বিশ্বাস, কবি সরোয়ার সবুজ, সহ সাধারণ সম্পাদক সুজনুজ্জামান সুজন, কোষাধ্যক্ষ উৎপল রায়, সম্পাদক- আব্দুল ওয়াদুদ কোরেশী, অনুপম কুমার বিশ্বাস, লক্ষ্মণ চন্দ্র কুণ্ডু, নয়ন মিত্র ও উত্তম কুমার বিশ্বাস।
সদস্য নির্বাচিত হন- লোকমান হোসেন, কেরামত আলী, সঞ্জয় বিশ্বাস, আবু আরিফ রেজা, জহুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, প্রতিভা ও শৈলী।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments